১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গা কলেজে নবীন বরন ২০২৫: নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা, ১৫ সেপ্টেম্বর ঝাউডাঙ্গা কলেজে আজ নবীন বরন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানটি শুরু হয় কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে। এরপর একে একে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, সংগীত ও শিক্ষামূলক আলোচনা। নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রতি উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষক মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। নবীনদের অভিভাষণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল।

সভাপতির বক্তব্যে অধ্যাপক খলিলুর রহমান বলেন, “নবীন শিক্ষার্থীদের জন্য কলেজ শুধু শিক্ষার স্থান নয়, বরং এটি একটি পরিবার। নিয়মিত অধ্যয়ন, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমই সফলতার পথ খুলে দেবে।” তিনি আরও শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করেন।

রঙিন বেলুন, ফুল ও আলোকসজ্জায় সাজানো শ্রেণিকক্ষে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীরা কলেজ জীবনে প্রথম পদক্ষেপে এমন অভ্যর্থনা পেয়ে আনন্দিত ও অনুপ্রাণিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top