নিজস্ব প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত এবং তিনি দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নুরজাহান বেগমের বিদেশে চিকিৎসাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের (দ্বিতীয় পর্যায়) আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ জানান, নুরজাহান বেগম উপদেষ্টা হওয়ার পর নতুন কোনো দেশে চিকিৎসা নিতে যাননি, বরং অনেক দিন ধরেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা মাঝপথে হাসপাতাল পরিবর্তন করলে নানা জটিলতা তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নীতি নির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যাতে ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসা দেশেই পাওয়া যায়। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। চীনের সহযোগিতায় দেশে আধুনিক হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এসব কাজ শেষ হলে বাংলাদেশ স্বাস্থ্য খাতে অনেকটা আত্মনির্ভরশীল হয়ে উঠবে।
কমিউনিটি ক্লিনিক নিয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, আগের সরকার পতনের পর কিছুটা স্থবিরতা এলেও বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনবল বৃদ্ধি এবং চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর দৃশ্যমান ফলাফল জনগণ শিগগিরই দেখতে পাবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। টেলিভিশনে সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এবং নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। তিনি জানান, ডেঙ্গু মৌসুমে চাপ বৃদ্ধি পেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।