১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষার মান উন্নয়নে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠ অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা সদরের ঐতিহ্যবাহী মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই, শিক্ষানুরাগী কাজী শাহ আরেফিন সভাপতিত্ব করেন। এ সময় তিনি উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন—
“যদি কেউ বিদ্যালয়ের আশেপাশে ইভটিজিং করার জন্য আসে, তবে তাকে তিন মাসের হাসপাতালের খরচ নিয়ে আসতে হবে।”
তার এই সাহসী মন্তব্যে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।

এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, সাবেক অভিভাবক সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।

সহকারী শিক্ষক শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে যেমন শিক্ষকদের দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তারা আরও বেশি মেধাবী হয়ে উঠতে পারে। শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রচেষ্টায় একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করা সম্ভব।

তারা আরও বলেন, বর্তমানে মোবাইল আসক্তির কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে। তাই অভিভাবকদের সচেতন হতে হবে এবং সন্তানদের মোবাইল ব্যবহারে সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানে অভিভাবক ও শিক্ষকদের সমান ভূমিকা রাখতে হবে, যাতে তারা আদর্শ মানুষ হয়ে সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারে।

সভায় উপস্থিত ছিলেন—একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top