২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক

নিজস্ব প্রতিনিধি:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি ও নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের আগাম জামিনের আবেদন জানাতে হাইকোর্টে গেছেন তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তাকে হাইকোর্টে উপস্থিত থাকতে দেখা যায়।

সকাল ৯টার দিকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায় ইশতিয়াক আহমেদকে। এ সময় তিনি কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন।

এর আগে, আদালত সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানির পর এ আদেশ দেওয়া হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। তার মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করেছিলেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলায় রূপান্তর করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর মধ্যরাতে রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম হত্যা মামলাটি দায়ের করেন। এতে মোট ১১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে প্রধান আসামি সামিরা হক।

অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top