৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ, দলে নজর দিতে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিনিধি:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে ধারাবাহিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের ধারা হারিয়েছে বাংলাদেশ দল। এখন তাদের সামনে হোয়াইটওয়াশের শঙ্কা। এমন পরিস্থিতিতে দলের পারফর্ম্যান্সে হতাশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দলের বর্তমান অবস্থায় তিনি আর চুপ করে থাকতে চান না—আজ থেকেই ‘নাক গলানো’ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টানা চারটি সিরিজ জিতলেও ব্যাটিং নিয়ে ভুগছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতা যেন এখন নিয়মে পরিণত হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে প্রায় প্রতিটি সিরিজেই ধসের মুখে পড়েছে দল। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি—ব্যাটসম্যানদের অনিয়মিত পারফর্ম্যান্সে দলের জয়ের ধারাবাহিকতা ভেঙে যাচ্ছে বারবার।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে না পারায় ফাইনালে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। একই চিত্র দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে, যেখানে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ১৮ রানে ৫ উইকেট হারিয়ে দল হেরে যায় ১৪ রানে।

দলের এমন পারফর্ম্যান্সে বিস্মিত বিসিবি সভাপতি বলেন, “আমরা বুঝি ১৫০ রানও তাড়া করতে পারি না!”

এই ব্যর্থতা দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সরাসরি দলের সঙ্গে যুক্ত থাকবেন। যদিও এখনই নয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আয়ারল্যান্ড সিরিজ থেকেই তিনি দলের খুব কাছাকাছি থেকে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

আমিনুল বলেন, “টি-টোয়েন্টি সিরিজের একটা ম্যাচ এখনও বাকি আছে। এখনই কিছু করতে চাই না। তবে আয়ারল্যান্ড সিরিজ থেকে নতুন কিছু দেখবেন। ওই সিরিজ থেকে আমি দলের খুব কাছাকাছি থাকব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top