২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির বহরপুরে হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।” দেশ আজ মাদকের করালগ্রাসে নিমজ্জিত হয়ে পড়েছে। বিএনবিএস ক্লাবের আয়োজকরা এজন্যই শ্লোগান সৃষ্টি করেছে,” মাদক ছাড়ি খেলা ধরি, উন্নত ভবিষ্যৎ গড়ি” ‘মাদককে না বলি, ফুটবলকে আঁকড়ে ধরি’ এই মন্ত্রেই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে বাড়াদী-নারায়ণপুর, বহরপুর-শেকাড়া (বিএনবিএস) ক্লাবের আয়োজনে হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করে রাজবাড়ী জেলা ফুটবল একাদশ বনাম ফরিদপুর জেলার সদরপুর উপজেলা ফুটবল একাদশ।

দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উপস্থিত ভিলেন, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, প্রাক্ত খেলোয়ার সুর্য্য কুমার কুন্ডু, রঞ্জিত কুমার পাল, মিরাজুল হক, মিজানুল ইসলাম মিল্টন,অসীম কুমার সিকদার (কার্তিক), মোঃ রেজাউল ইসলাম, শামীম আহম্মেদ, আহাদ আলী, প্রমুখ।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠটি একটি খেলা উপযোগী মাঠ। এই মাঠে অনেকবার আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট পরিচালিত হয়েছে। দেশের অনেক সুনামধন্য ও জাতীয় টিমের বেশ কয়েকজন খেলোয়ারের পদচারণা পড়েছে এই ফুটবল মাঠে। আমরা স্থানীয় যুবকদের নিয়ে আলোচনা করে এই খেলাটির আয়োজন করেছি। দর্শকদের সহযোগীতায় খেলাটি পরিচালিত হচ্ছে। আশা করছি সুন্দর – সুষ্ঠভাবে খেলাটি শেষ করতে পারবো।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজক বিএনবিএস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা বলেন, আগেরদিনে আমরা দেখেছি আমাদের যুবসমাজ বিকাল হলেই বুট নিয়ে মাঠের উদ্দেশ্যে বেড়িয়ে পড়তো। আর এখন মাদক আর মোবাইলে বিভিন্ন গেমসে ডুবে পড়েছে। এই নেশা থেকে ফিরিয়ে খেলার মাঠমূখি করাটাই আমাদের মূল লক্ষ্য। আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টে মোট আটটি দলকে সম্পৃক্ত করা হয়েছিল। এরা হলেন, রাজবাড়ী সদর উপজেলা ফুটবল একাদশ, ফরিদপুর সদরপুর উপজেলা ফুটবল একাদশ, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ফুটবল একাদশ, কুষ্টিয়ার খোকসা উপজেলা ফুটবল একাদশ, বালিয়াকান্দি উপজেলা ফুটবল একাদশ, রাজবাড়ী জেলা ফুটবল একাদশ, ঢাকার ধামরাই উপজেলা ফুটবল একাদশ ও মানিকগঞ্জ সদর উপজেলা ফুটবল একাদশ।

নকাউট পদ্ধতিতে ৮টি গ্রুপের ৪টি খেলা পরিচালিত হয়। এরমধ্যে ৪টি দল সেমিফাইনালে উর্ণীত হয়েছে। তার মধ্যে আজ দু’টি দল দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ নিয়েছে। আমরা আশা করছি ফাইনাল পর্যন্ত খেলাটি সুন্দর পরিবেশে শেষ করতে পারবো।

খেলায় রাজবাড়ী জেলা ফুটবল একাদশের হয়ে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন, ইব্রাহিম, লিওন, শান্ত, শাকিল, সোহান, সুজন, আরিফ, সিজান, শরিফ, ইকবাল ও রিমন। অতিরিক্ত তালিকায় আজম, রিয়াদ, মিদুল, সবুজ, অন্তু ও নয়ন শেখ।
এবং সদরপুর উপজেলা ফুটবল একাদশের পক্ষে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন, ইয়াসিন, আব্দুল্লাহ, শামীম, ইমন, রহিম, সাঈদ, আশা, তামিম সরকার, ফায়েজুর, সবুজ, রোমন, হৃদয়, হাসান, সবুজ, অনিক, নাফিস, দোয়েল ও মাহফুজ।

খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক অনুমোদনপ্রাপ্ত রেফারি নুরুল ইসলাম নুরু, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আলী মুনছুর, মোঃ লিটন খান ও নাজমুল হোসেন।

খেলায় নির্ধারিত সময়ে ১ – ১ গোলে সমতায় থাকে। পরে ট্রাইবেকারে ফরিদপুর জেলার সদরপুর উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতিকে ০৫ – ০৪ কোলে পরাজিত করে রাজবাড়ী জেলা ফুটবল একাদশ ফাইনালে উন্নিত হয়েছে।

আগামী ১৪ (নভেম্বর) শুক্রবার ফাইনাল খলাটি রাকবাড়ী জেলা ফুটবল একাদশ বনাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top