২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়ার সুস্থতায় কোটি জনতা দোয়া করছেন- বাদশা

সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া শহরের কালিতলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কালিতলা হাট কর্তৃপক্ষ ও দোকান মালিক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে হাট প্রাঙ্গণেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কালিতলা হাট কমিটির পরিচালক আদর রহমানের তত্ত্বাবধানে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

এসময় তিনি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, তিনি এদেশের সাধারণ জনগণের নেত্রী। দীর্ঘ ১৭ বছর ধরে যিনি অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার কারণে জেল খেটেছেন।

সেই সাথে বছরের পর বছর শিকার হয়েছেন নির্যাতন-নিপিরণের। আজ তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। বগুড়ার পুত্রবধূ বেগম জিয়ার জন্য শুধু বিএনপির নেতাকর্মীরা নয় বরং দলমত নির্বিশেষে এদেশের কোটি জনতা আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছেন।

দোয়া মাহফিলে এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুর রহমান চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন, জেলা মৎসজীবি দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, শহর ছাত্রদলের সভাপতি এস.এম রাঙ্গা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম ডালু, সাধারণ সম্পাদক আইনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রিপন, শহর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু জাহিদ সিদ্দিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, শহর ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রনি, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ প্রমুখ। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনাসহ জিয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ইউনুছ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top