৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, তারুণ্যের অহংকার তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। আজ শনিবার (৩’রা জানুয়ারি) বাদ আসর ঈশ্বরদী আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদের আগে বক্তারা বলেন, ১৯৭১ সালে এদেশের মানুষ যখন দিশেহারা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট তলা বিহিন ঝুড়ির এদেশের দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান। তারই উত্তরসূরী বেগম খালেদা জিয়া এদেশে তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি এদেশের মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

বক্তার আরো বলেন, মানবতার মা, আপোসহীন নেত্রী, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার বর্ণাঢ্য জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আগামী একশ বছরের মধ্যেও খালেদা জিয়ার মতো এমন নেতা এদেশে পাওয়া মুশকিল হবে। জাতীর এ ক্ষতি পূরণ হবার নয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও ঈশ্বরদী পৌর বিএনপির সবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। বিশেষ বক্তা আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খান। দোয়া পরিচালনা করেন, আমবাগান সিদ্দিকিয়া কাওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আল মামুনফতেমোহাম্মদপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, টুটুল সরদার, আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, পৌর তাঁতি দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার মহিদুল ইসলাম বাবলু, আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী শিল্প ও বনিক  সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান সোনামণি, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top