সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) বাদ জোহর বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে নবনির্মিত বগুড়া প্রেসক্লাবের বেগম খালেদা মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।