৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

সিলেট ও আশপাশে পরপর দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের আসাম

নিজস্ব প্রতিনিধি:

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। মাত্র ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফায় আবারও কম্পন অনুভব করেন সিলেট ও আশপাশের মানুষেরা।

ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসামেও অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। একই তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

প্রাথমিকভাবে ইউএসজিএস ভূমিকম্প দুটির মাত্রা যথাক্রমে ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২ জানিয়েছিল। পরবর্তীতে তা সংশোধন করে ৫ দশমিক ২ ও ৪ দশমিক ৯ মাত্রা হিসেবে প্রকাশ করা হয়। গবেষক পলাশ তাঁর ফেসবুক পোস্টে জানান, দুটি পৃথক ভূমিকম্প হয়েছে—প্রথমটির মাত্রা ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির ৫ দশমিক ৪। তাঁর বিশ্লেষণে দ্বিতীয়টির কেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যে।

ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল আসামের মরিগাঁও এলাকায়, গুয়াহাটির নিকটবর্তী অঞ্চলে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

মোস্তফা কামাল পলাশ আরও জানান, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পকে মধ্যম মাত্রার হিসেবে বিবেচনা করা হয়। ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের সম্ভাবনা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের সক্রিয় ফল্ট লাইনের যেকোনো স্থানে এ ধরনের কম্পন অনুভূত হতে পারে।

এদিকে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবু সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top