মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের নির্দেশক্রমে এবং জনাব মোঃ এমাদুল করিম, পুলিশ পরিদর্শক, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইং ০৪/০১/২০২৬ তারিখ ১৯:২৭ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর ইউনিয়নের মিরাপুর (বাইনধারা পুকুর) গ্রামস্থ জনৈক মো. মিঠু (৪৫), পিতা—মৃত রুপচান মোড়ল এর আমবাগানের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে নিম্নবর্ণিত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়—
১। মো. দেলোয়ার হোসেন (৩৫)
পিতা: মৃত সাইদুর
মাতা: মোছা. সখিনা বেগম
সাং: কাজিগ্রাম
২। মো. আকতারুল ইসলাম (৩৫)
পিতা: মো. মুখলেছ আলী
মাতা: মোছা. তাসলিমা বেগম
সাং: স্বরস্বতীপুর (হুক্কাপুর)
উভয়ের থানা: গোমস্তাপুর
জেলা: চাঁপাইনবাবগঞ্জ
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নিকট হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য উদ্ধারপূর্বক জব্দ করা হয়।