৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় যৌথ অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জামসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা তৈরির একটি মেশিন, ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির বিভিন্ন উপকরণসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে দীঘিনালা থানাধীন ১নং মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকা ৯ মাইল গোলছড়িতে অবস্থিত একটি পরিত্যক্ত জুমঘরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (দা বেবি টাইগার্স) এর একটি টিম ও দীঘিনালা থানার পুলিশের একটি দল।
দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহামদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক করা হয় সবুজ কুমার দে (২৯) নামের এক যুবককে। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পূর্ব ফটিকছড়ি এলাকার মধু সুদন দে ও তরু বালা দে দম্পতির ছেলে।
অভিযানকালে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি মেশিন, হালকা গোলাপি রঙের ১০টি ইয়াবা ট্যাবলেট (যার একটি ভাঙা অবস্থায় ছিল) এবং ইয়াবা প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top