নিজস্ব প্রতিনিধি:
আমদানি শুল্ক কমানোর ঘোষণার পরও দেশের বাজারে মোবাইল ফোনের দাম উল্টো বেড়েছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকর হওয়ার পরপরই সরকারি নিবন্ধন পাওয়া মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন মডেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোক্তাদের দাবি, এ পরিস্থিতির পেছনে একটি ‘মাফিয়া সিন্ডিকেট’ সক্রিয় ভূমিকা রেখেছে।
বাজার সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে মডেলভেদে প্রতিটি হ্যান্ডসেটে ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। গ্রে মার্কেটের অনেক দোকান এনইআইআর–সংক্রান্ত জটিলতায় বিক্রি বন্ধ রাখায় এই সুযোগে অফিসিয়াল ব্র্যান্ডগুলো দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।
রেডমি, ভিভো, শাওমি, ইনফিনিক্স, রিয়েলমি, ওয়ানপ্লাস ও স্যামসাংয়ের বিভিন্ন মডেলের দাম বেড়েছে। উদাহরণ হিসেবে জানা গেছে, ভিভোর ‘ওয়াই২১ডি (৮/১২৮)’ মডেলের দাম ২১ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৩ হাজার টাকা। ইনফিনিক্সের ‘স্মার্ট ১০ (৪/৬৪)’ মডেলের মূল্য ১ হাজার টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১২ হাজার টাকায়।
ভোক্তারা অভিযোগ করছেন, এনইআইআর বাস্তবায়নের অজুহাতে বাজারের প্রতিযোগিতা কমে যাওয়ায় ব্যবসায়ীরা একযোগে দাম বাড়িয়েছেন। তবে ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে মেমোরি ও উপকরণের দাম বাড়ায় মোবাইল ফোনের মূল্য সমন্বয় করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।