৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৭ হিজরি

দাবি আদায় না হলে আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের মূল্য সমন্বয়সহ বিভিন্ন দাবি আদায় না হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটি জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বুধবার প্রকাশিত এক নোটিশে বলা হয়, ৮ জানুয়ারি থেকে দেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে এবং কোম্পানিগুলোর প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলনও বন্ধ রাখা হবে। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে বিক্রয় বন্ধের আল্টিমেটাম দেন।

সমিতির দাবির মধ্যে রয়েছে—বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে নতুন করে এলপিজির দাম সমন্বয় করা এবং প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করা। তারা জানিয়েছেন, দাবি বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত না এলে কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top