আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যারা যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করবে, তাদের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে গ্রামীণ স্বাস্থ্যসেবা–বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা।
অনুষ্ঠানে ইউরোপীয় মিত্রদের উদ্দেশে ওষুধশিল্পে আগের শুল্ক আরোপের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষায়, “গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যদি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে না থাকে, তাহলে তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত প্রয়োজন।”
ট্রাম্প আগেও একাধিকবার উল্লেখ করেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ—এর কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের কারণে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগের সম্ভাবনাও তিনি অতীতে উড়িয়ে দেননি। তবে শুল্ক আরোপের হুমকি এই প্রথম প্রকাশ্যে দিলেন তিনি।
শুক্রবার ট্রাম্প আরও জানান, গ্রিনল্যান্ড ইস্যুতে তিনি ন্যাটো–এর সঙ্গে আলোচনা করছেন। তার দাবি, “জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার। এটি আমাদের হাতে না থাকলে জাতীয় নিরাপত্তায় বড় একটি ফাঁক থেকে যাবে।”