নিজস্ব প্রতিনিধি:
জনপ্রিয় ও কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন ইলিয়াস জাভেদ। পাশাপাশি তিনি হৃদ্রোগজনিত জটিলতায় ভুগছিলেন এবং এর আগে দুবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।
অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্য পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেন। তার প্রকৃত নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ‘নিশান’ বিশেষভাবে আলোচিত।
১৯৬৪ সালে উর্দু ভাষার সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ইলিয়াস জাভেদ। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ওই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা। এরপর ধারাবাহিকভাবে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরবর্তীতে তিনি পরিবারসহ পাঞ্জাবে বসবাস শুরু করেন। ব্যক্তিজীবনে ১৯৮৪ সালে তিনি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।
তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র শিল্পে অপূরণীয় ক্ষতি হয়েছে। ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।