২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৭ হিজরি

দুই দশক পর সিলেটে তারেক রহমান, এখান থেকেই শুরু বিএনপির নির্বাচনি প্রচারণা

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই দশক পর আজ সিলেট সফরে যাচ্ছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে বিমানে তিনি সিলেট-এর উদ্দেশে রওনা হবেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

এরপর ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন জেলায় নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। দুপুর ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে এবং বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।

পরবর্তীতে বিকাল ৫টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায় এবং রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার–রূপগঞ্জ–গাউসিয়া এলাকায় নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি। রাত ১০টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

জনসভায় অংশ নেওয়ার আগে পুণ্যভূমি সিলেটে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এই সফরের মধ্য দিয়ে ঐতিহ্য অনুসরণ করে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজে উঠেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top