২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

নির্বাচনি ব্যয়ের জন্য অনুদান চাইলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্বাচনি ব্যয় সংগ্রহে শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন

বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে আখতার হোসেন লেখেন, তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।

তিনি বলেন, স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আগামীকাল থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হবে উল্লেখ করে তিনি জানান, শুভাকাঙ্ক্ষীদের অনুদান ও সহযোগিতার ওপর ভর করেই প্রচারণা কার্যক্রম এগিয়ে নিতে চান।

ফেসবুক পোস্টে আখতার হোসেন আরও লেখেন, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরি, মিছিল ও উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও নতুন ধারণা দিয়েও তাকে সহায়তা করা যেতে পারে।

তিনি কাউনিয়া-পীরগাছার মানুষ, দেশের বিভিন্ন প্রান্তের শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করে বলেন, সবার দোয়া, অনুদান ও অংশগ্রহণই তার রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের শক্তি হবে।

পোস্টের শেষাংশে তিনি ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও নগদ নম্বর শেয়ার করে নতুন বাংলাদেশের প্রত্যাশায় সবার দোয়া ও সহযোগিতা চান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top