২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা না হওয়ায় চরম উদ্বেগ, বঞ্চনার আশঙ্কা

মুফতি মুহাম্মদ আসাদ:

গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি স্কুল ও কলেজ এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করা হয়। উক্ত নীতিমালার আলোকে গত ১৪ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়, যার শেষ দিন ছিল গতকাল।

নীতিমালা প্রকাশের সময়ই ঘোষণা দেওয়া হয়েছিল যে, একই সময়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির আবেদনও গ্রহণ করা হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—আজ পর্যন্ত মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা–২০২৬ প্রকাশ না হওয়ায় এ খাতের হাজারো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও আবেদনের সুযোগ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে।

এই বিলম্বে সংশ্লিষ্ট শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষা সংশ্লিষ্ট মহলের মধ্যে চরম উদ্বেগ ও শঙ্কা বিরাজ করছে। কারণ, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে নীতিমালাটি প্রকাশ না হলে নির্বাচনকালীন প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে এমপিও আবেদন গ্রহণ কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে চলতি অর্থবছরে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির সুযোগ হারাতে পারে।

শুধু প্রতিষ্ঠান নয়, এর সরাসরি প্রভাব পড়বে শিক্ষকদের ওপরও। এনটিআরসিএ কর্তৃক শিগগিরই প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও নীতিমালা প্রকাশে বিলম্বের কারণে বহু যোগ্য ও মেধাবী শিক্ষক এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা একটি গুরুতর প্রশাসনিক ও নৈতিক বৈষম্যের ইঙ্গিত বহন করে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা–২০২৬ বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ছাড় পেলেই শিক্ষা মন্ত্রণালয় নীতিমালাটি প্রকাশ করতে পারবে। তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে এটি সেখানে আটকে রয়েছে বলে জানা গেছে।

৫ আগস্টের জুলাই বিপ্লবের পর একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমান সুযোগের সমাজ গঠনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে এই অবহেলা সেই প্রত্যাশার পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা এটিকে শিক্ষা ব্যবস্থার একটি চরম ও অযৌক্তিক বৈষম্য হিসেবে আখ্যায়িত করছেন।

এমতাবস্থায় সংশ্লিষ্ট মহলের জোর দাবি—
অবিলম্বে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা–২০২৬ প্রকাশ করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই এসব প্রতিষ্ঠানের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করে এমপিও আবেদন গ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

আরবি প্রভাষক, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top