১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জনগণ আ.লীগ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে : সমমনা জোট 

জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। দেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এই নির্বাচন ছিল ডামি নির্বাচন। সেখানে প্রার্থী, ভোটারসহ সবকিছুই ডামি ছিল। জাল ভোটের ডামি ও প্রহসনের এই নির্বাচনকে সমগ্র দেশবাসী বয়কট করেছে। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই নির্বাচনকে নিয়ে হতাশা ব্যক্ত করেছে। ভোট বর্জন করে দেশের জনগণ আওয়ামী লীগের প্রতি অনাস্থা প্রদর্শন করেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ জানুয়ারির ‘একতরফা ডামি’ নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে নির্বাচন বর্জন করায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জোট নেতারা।

ফরিদুজ্জামান বলেন, অনেকের ভোটার আইডি কার্ড নিয়ে এসে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছে। জনগণ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের সকল অপকৌশলকে ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, ভোট প্রত্যাখান করে দেশবাসী তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেছে। জনগণকে সঙ্গে নিয়ে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে বাকশালী সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবো।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ফুরিয়ে আসছে, তাই তাদের অন্যায় ও অবৈধ হুমকিকে পরোয়া করার কোনো কারণ নেই। আমরা দ্যার্থহীনভাবে জানাতে চাই, ভাতা কার্ড জব্দ করে কিংবা ভাতা না দেওয়ার হুমকি জনগণ পরোয়া করে না। তিলে তিলে মরার চেয়ে বীরের মত শহীদ হতে প্রস্তুত গণতন্ত্রকামী জনতা।

বিক্ষোভ মিছিলে এনপিপির মহাসচিব মোসতাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমমেদ বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, এনডিপির মহাসচিব আবদুল্লাহ হারুন সোহেলসহ জোটের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা: মোহাম্মদ জাই খান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’ পাকিস্তানি সেনারা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের

ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: কাতারের ইসলামিক কালচারাল অ্যান্ড দাওয়াহ সেন্টার ‘ফানার’-এ “ইসলামিক স্কলার এন্ড দায়ী” হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রতিভাবান আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি

Scroll to Top