১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত

নিজস্ব প্রতিবেদক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের (আধা সামরিক বাহিনী) অভিযানে ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

বুধবার থেকে চান্দেল জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার খেংজয় উপজেলার নিউ সামতাল গ্রামে এই অভিযান চালানো হচ্ছে। তারা জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সহিংসতা চলমান। সে সময় রাজ্যের হাইকোর্ট মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিলে সংখ্যালঘু কুকি জনগোষ্ঠী এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে।

ধীরে ধীরে সেই বিক্ষোভ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। সহিংসতার সুযোগে সক্রিয় হয়ে ওঠে কুকি ও জো জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদীরা।

দেড় বছরের বেশি সময় ধরে চলমান এই সহিংসতায় মণিপুরে এখন পর্যন্ত আড়াই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ আখ্যা দিয়ে বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, স্পেন এমন কোনো দেশের সঙ্গে ব্যবসা করে না, যারা

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনার আহ্বান রাজনাথ সিংয়ের

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল কি না—এমন প্রশ্ন তুলে দেশটির অস্ত্রভাণ্ডার আন্তর্জাতিক তদারকির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

পাকিস্তানে রাজনৈতিক উত্তাপের মধ্যে শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। দেশটির প্রধান বিরোধী নেতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৫

১৯৭১-এর প্রতিশোধ: ভারতের বিরুদ্ধে পালটা হামলাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন শাহবাজ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের সাফল্যকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে

Scroll to Top