১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ল

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মার্কিন মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৃহস্পতিবার (১৫ মে) দেশটির সিনেটে দেওয়া ভাষণে ইসহাক দার বলেন, ৪ মে পাকিস্তান ও ভারতের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে হটলাইনে যোগাযোগের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি হয়। এরপর একাধিক দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে ১০ মে প্রথম দফায় হটলাইনে যোগাযোগ করেন পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। ওইদিনই যুদ্ধবিরতির মেয়াদ ১২ মে পর্যন্ত বাড়ানো হয়। পরবর্তীতে আরও দুই দফা আলোচনার মাধ্যমে সময়সীমা ১৪ মে এবং সর্বশেষ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়।

ইসহাক দার জানান, ১০ মে সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে ফোনে জানান যে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। জবাবে তিনি জানান, ইসলামাবাদও একই অবস্থানে রয়েছে।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা শুরু হয় ৭ মে। ওইদিন ভারতের বিমান হামলায় পাকিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় অন্তত ৩১ বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। ইসলামাবাদ আরও জানায়, তারা ভারতের কয়েক ডজন ড্রোন ধ্বংস করেছে।

চার দিনের এই সংঘাতে ভারতের ১১ সেনা ও ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজা বিক্রির পণ্য নয়, মানবিক সহায়তার পথ খুলতে হবে: হামাস নেতা বাসেম নাঈম

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইলের সঙ্গে যেকোনো আলোচনার আগে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে এবং গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ—এটি বিক্রির কোনো বস্তু নয়

ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে রেডিয়েশন সতর্কতা: পাকিস্তানের দাবি সত্য প্রমাণিত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের সাম্প্রতিক একটি প্রতিবেদন পাকিস্তানের পূর্ববর্তী দাবির সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি

‘ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান’, ৬টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি শাহবাজ শরিফের

নিজস্ব প্রতিবেদক: ভারতের ‘মিথ্যা অহংকার’ চূর্ণ করে বিশ্ববাসীকে এ অঞ্চলের সকল রাষ্ট্রের সমতার বিষয়টি উপলব্ধি করিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তালেবান মন্ত্রীর সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৃহস্পতিবার (১৫ মে) আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন। এটিকে তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের

Scroll to Top