২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপি’র( ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, এবং রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকির নেতৃত্বে সোমবার(১৯ মে) বেলা ১২ টার সময় দলীয় নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ও ফুল দিয়ে এবং জিয়াউর রহমান রাজনৈতিক জীবনের বই ও জায়নামাজ দিয়ে গোমস্তাপুর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার(ইউএনও কে) স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউএনওকে সহযোগিতার আশ্বাস দেন। নেতাদের ধন্যবাদ জানিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, এলাকায় উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে, এ শক্তি ও উদ্যোমকে কাজে লাগিয়ে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। উপজেলা প্রশাসন ও বিএনপি’র এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে এলাকার উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, আকতার ইসলাম, আলিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক অপু, চৌডালা ইউনিয়ন সাধারণ সম্পাদক মুনতাজুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির, সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা বিপ্লব, যুবনেতা সাজ্জাদ, রবিউল ইসলাম, মুনিরুল ইসলাম, হাসান, ছাত্র নেতা নাজিম, নাফিস মুরসালিন প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top