১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

আদিতমারীতে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি:

গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করা ও সুশাসনের লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে)সকাল ১১টায় উপজেলা হলরুমে এই সভার আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস, রংপুর।

উক্ত মতবিনিময় সভা রংপুর আঞ্চলিক তথ্য অফিসার ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলার চৌকোস,সৎ ও নিষ্ঠাবান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান তান্তি হালদার।

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সকলের পরিচিতি শেষে মুক্ত আলোচনায় দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের সংবাদ-এর জেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম বাবুল গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের কি করণীয় তা আলোচনা করেন। তিনি স্থানীয় প্রশাসনের কর্মকাণ্ডে স্বচ্ছতা, নাগরিক অধিকার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ ও আলোচনা তুলে সভায় উপস্থাপন করেন।

তার আলোচনার পাশাপাশি অন্যান্য গণমাধ্যম প্রতিনিধিরাও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন তারা হলেন,- আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, আদিতমারী প্রেসক্লাবের ধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক সুলতান,হোসেন, বাংলা নিউজের লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি মাহফুজ বকুল,গনকন্ঠের সুমন বাংলাদেশ প্রেস ক্লাবের আদিতমারী উপজেলা শাখার সভাপতি গোলাপ মিয়া সহ- অন্যন্য সাংবাদিক বুন্দ প্রমুখ

এদিকে আদিতমারী উপজেলা ইউএনও বিধান তান্তি হালদার বলেন, “সাংবাদিকদের কার্যকর ভূমিকা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অনস্বীকার্য।প্রশাসনের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে সংবাদকর্মীরা একটি গুরুত্বপূর্ণ অংশীদার।”

আজকের সভার সভাপতি ফরহাদ আহমেদ তাঁর বক্তব্যে তথ্যের সঠিক ব্যবহার ও জনগণের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,“সরকারের উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।”
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে একটি শক্তিশালী ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলবে বলে তারা মনে করেন । তবে এক্ষেত্রে সাংবাদিকদের সন্মানী ট,এ ডি,এ বিষয়টি অবশ্যই বিবেচনায় আনা উচিদ বলে সকলেই অভিমত ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top