১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে ভিজিএফের কার্ডধারী জেলেদের চাল না পাওয়ার অভিযোগ

মোঃ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিন উপজেলায় ভিজিএফ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন প্রকৃত ২০০ কার্ডধারী জেলেরা।

মঙ্গলবার তজুমদ্দিনের ৩ নং চাঁদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাল দেওয়া শেষে চাল না পেয়ে জেলেরা দুপুর ০২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রধান করেন । এ সময় তারা ‘প্রকৃত জেলে হয়েও চাল না পাওয়ার অভিযোগ তোলে বলেন প্রথম ধাপে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল গত মাসে বিতরনের সময় তারা কার্ডধারী জেলে হিসেবে সকাল নিয়মাবলীর মধ্যে থাকা সত্বেও বিগত দিনের বরাদ্দকৃত চাল পায়নি।কিন্তু দ্বিতীয় ধাপেও তারা চাল পাইনি।

সরকার প্রতিবছর জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে নিবন্ধিত মৎস্যজীবী পরিবারগুলোকে ভিজিএফ কর্মসূচির আওতায় দুই ধাপে মোট ১৬০ কেজি চাল (প্রতি ধাপে ৮০ কেজি) দিয়ে থাকে। কিন্তু এবারের তালিকা থেকে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দিয়েছে।

জেলেরা বলেন, “গত বছর তারা এই চাল পেয়েছে। বৈধ মৎস্যজীবী কার্ডও রয়েছে তাদের। অথচ এবার নামই নেই তালিকায়।একই পরিবার একাধিক লোক চাল নিতে দেখতে পান তারা।

জেলেদের অভিযোগ, তালিকা তৈরিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব পড়েছে। তাদের দাবি, প্রকৃত জেলেদের বাদ দিয়ে সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান জেলেদের লিখিত অভিযোগ পত্রটি উপজেলা মৎস্য অফিসে পাঠানো হয়েছে। মৎস্য কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবেন।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনকে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top