১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

৭ জুন ঈদুল আজহা, চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ইসলামিক পঞ্জিকা অনুযায়ী আগামী ৭ জুন, শনিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে জানানো হয়, বৃহস্পতিবার  থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১০ জিলহজ তথা ৭ জুন, শনিবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, যেটিকে ‘ত্যাগের ঈদ’ হিসেবেও অভিহিত করা হয়। এই দিনে বিশ্বজুড়ে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করে থাকেন।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করে, তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। সেখানে ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র আরাফাত দিবস।

এদিকে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। পূর্বঘোষিত ৬ দিনের ছুটির সঙ্গে ১১ ও ১২ জুন তারিখও ছুটি হিসেবে যুক্ত করা হয়েছে, যার বিপরীতে কর্মীরা ১৭ ও ২৪ মে, দুটি শনিবার অফিস করেছেন।

এবারের দীর্ঘ ছুটির ফলে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পূর্ণ ১০ দিন ঈদের ছুটি উপভোগ করতে পারবেন।

সারাদেশে মুসলমানদের ঘরে ঘরে এখন ঈদের প্রস্তুতি চলছে। কোরবানির পশু কেনা, ঈদের বাজার ও আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতিতে এখন জমজমাট ঈদের আমেজ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top