১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় আজ শনিবার (৩১ মে ২০২৫) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা তামাক ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, তামাক সেবনের কারণে হৃদরোগ, ক্যানসারসহ নানা প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।

উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা বলেন, “তামাকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানাতে হবে এবং এর ব্যবহার বন্ধে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ জোরদার করতে হবে।”

আয়োজক কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও তামাকমুক্ত পরিবেশ উপহার দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর ৩১ মে বিশ্বব্যাপী ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “তামাকের প্রতি ‘না’ বলি, সুস্থ জীবন গড়ি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top