১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ৭ বিজিবি’র ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালার বাবুছড়া এলাকায় অবস্থিত ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (৭ বিজিবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে।

রবিবার (১ জুন) দুপুরে ব্যাটালিয়নের উদ্যোগে এক প্রীতিভোজ ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক ও খাগড়াছড়ি সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মোস্তাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজিবি সদস্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে ৭ বিজিবি’র গৌরবোজ্জ্বল ইতিহাস, পেশাদারিত্ব, সীমান্ত নিরাপত্তায় অবদান ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে বিজিবি দেশপ্রেম, নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দেশের সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি ভবিষ্যতেও এই সেবার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আলোচনা শেষে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় এবং আমন্ত্রিত অতিথিরা প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আয়োজিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top