১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ২২ কেজি গাজা সহ দুই যুবক আটক

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনডিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে ২২ কেজি গাজা সহ তোফাজ্জল হোসেন (২৫) ও হৃদয় আহম্মদ (২০) নামে দুই যুবক হাতে-নাতে আটক হয়েছে। সোমবার (২রা জুন) ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহসড়কের মুশুল্লী নামক স্থানে অটোগাড়ীযোগে মাদক নিয়ে যাওয়ার সময় ওই দুই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের ‘ক’ সার্কেল এর একটি টিম। জানাগেছে, তোফাজ্জল হোসেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কান্দিাপাড়া গ্রামের রইছ মিয়ার পুত্র এবং হৃদয় আহম্মদ একই গ্রামের বিল্লাল মিয়ার পুত্র।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিভাগীয় এসআই আমেনা বেগম, জহিরুল ইসলাম ভুইয়া ও মুহাম্মদ আমিনুল কবির সহ একটি রেইডিং পার্টি গঠন করে নান্দাইল উপজেলাধীন মুশুল্লী বাজারস্থ মুশুল্লী ডিগ্রী কলেজ গেইটের সামনে থেকে মহাসড়কের উপর থেকে তাদেরকে অটোগাড়ী সহ আটক করে।

এসময় আটককৃতদের দেহ ও গাড়ীতে তল্লাশী চালিয়ে পলিথিন দিয়ে মোড়ানো ১৪টি প্যাকেটে ২২ কেজি গাজা, ১টি বাটন মোবাইল ও একটি নীল রঙ্গের ব্যাটারী চালিত অটোগাড়ী জব্দ করা হয়। পরে এসআই মুহাম্মদ আমিনুল কবির বাদী হয়ে আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এ বিষয়ে ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, মাদক সেবী ও মাদক দ্রব্য ব্যবসায়ীদের কোন রকম ছাড় দেওয়া হবে না।

মাদক পাচারকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সযোগিতা করুন, তথ্যদাতার তথ্য গোপন রাখা হবে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top