২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রজব, ১৪৪৭ হিজরি

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, দুই ইউক্রেনীয় কর্নেল আটক

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ইউক্রেনের দুই নিরাপত্তা বাহিনীর সদস্যকে আটক করা হয়েছে। পদমর্যাদায় তারা কর্নেল। দেশটির নিরাপত্তা সার্ভিস (এসবিইউ) এ তথ্য জানিয়েছে।

এসবিইউ জানায়, ইউক্রেন সরকারের প্রটেকশন ইউনিটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার কাছে গোপন নথি ফাঁসেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। রাশিয়ার নিরাপত্তা বাহিনীর (এফএসবি) অধীনে থাকা একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়ার পর তাদের আটক করা হয়।

এসবিইউ জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

এফএসবি-এর প্রধান কাজ হলো জেলেনস্কির নিরাপত্তাকর্মীদের ঘনিষ্ঠ এমন সামরিক বাহিনীর সদস্যদের টার্গেট করা। পরবর্তীতে তাদের দিয়ে জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করা।

এসবিইউ-এর প্রধান ভ্যাসিল মালিউক ও ইউক্রেনের ডিফেন্স ইন্টেলিজেন্সের প্রধান কিরিলো বুদানভসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানানো হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর বেশ কয়েকবার ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top