নিজস্ব প্রতিনিধি:
সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। ভারতে মোট বিদ্যুতের ২৪%, পাকিস্তানে ১৭.১৬% এবং শ্রীলঙ্কায় ৩৯.৭% সৌরবিদ্যুৎ উৎপাদিত হলেও বাংলাদেশে এ হার মাত্র ৫.৬%।
২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা ২০% এবং ২০৪০ সালের মধ্যে ৩০% নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে ইতিমধ্যে ৫৫টি সৌরবিদ্যুৎকেন্দ্রের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এসব প্রকল্প বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে বলে জানানো হয়।
প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে সোলার সিস্টেম স্থাপনের নির্দেশ দেন। তিনি বেসরকারি খাতের অংশগ্রহণের পরামর্শ দিয়ে বলেন, “বেসরকারি প্রতিষ্ঠানগুলো সোলার প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবে। সরকার শুধু ছাদ প্রদান করবে।”
এ কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ বিল থেকে মুক্তি পাবে এবং ছাদ ব্যবহারের বিনিময়ে ভাড়া পাবে। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।