নিজস্ব প্রতিনিধি:
গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনের গণহত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার (২ জুলাই) আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ঘটনার বিবরণ:
-
২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে ৫ জন নিহত ও ১ জন গুরুতর আহত হন
-
আহত ব্যক্তিসহ ৬ জনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়
-
নিহতদের মধ্যে রয়েছেন সাজ্জাদ হোসেন, আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন
-
একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশও পাওয়া যায়
অভিযুক্তদের তালিকায় রয়েছেন:
-
সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম
-
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম
-
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি
-
আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি)
-
সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। বর্তমানে ১১ জন অভিযুক্তের মধ্যে ৮ জন কারাগারে আটক রয়েছেন।
গত ১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বুধবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ ও লাশ পোড়ানোর অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিনে এ ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলো এটিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে অভিহিত করে আসছে।