৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে

নিজস্ব প্রতিনিধি:

আদালত অবমাননার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাস কারাদণ্ড এবং ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন।

গত ৩০ এপ্রিল চিফ প্রসিকিউটর আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছিলেন। শেখ হাসিনার একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এ মামলা করা হয়, যেখানে তিনি বলেছিলেন, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এ অডিওর সত্যতা নিশ্চিত করে।

ট্রাইব্যুনাল অভিযুক্তদের ১৫ মে পর্যন্ত জবাব দাখিলের এবং ২৫ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও শেখ হাসিনা বা তার পক্ষ থেকে কোনো সাড়া না আসায় বিচারক ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা বা তার আইনজীবী আদালতে হাজির হননি। এ অবস্থায় ট্রাইব্যুনাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে রায় দিয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। বর্তমানে তার অবস্থান অজ্ঞাত। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায় কার্যকর করতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা জরুরি। এদিকে ছাত্রলীগ নেতা শাকিল বুলবুল কারাগারে আটক রয়েছেন বলে নিশ্চিত করেছেন কারাগার কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top