১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

এনবিআরের দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এনবিআরের কর কমিশনার মো. শাব্বির আহমদ এবং সদস্য (কর) মো. আলমগীর হোসেনকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উভয় কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় তাদের অবসরে পাঠানো হলো। প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, তারা সরকারি বিধি অনুসারে সকল অবসর সুবিধা পাবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজস্ব আদায়ে কিছু লক্ষ্যমাত্রা পূরণ না করা এবং অভ্যন্তরীণ কিছু বিষয়কে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি বিবৃতিতে এসব বিষয় উল্লেখ না করে শুধু আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে সরকারি বিভিন্ন বিভাগে বড় ধরনের পুনর্বিন্যাস চলছে, যার অংশ হিসেবে এনবিআরেও এই পরিবর্তন আনা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top