৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শেখ রেহানার স্বামী-দেবরের ১৫ কোটি টাকার জমি-ভবন জব্দের আদেশ

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার একটি আদালত শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক ও দেবর তারিক সিদ্দিকের গাজীপুর সদরের জমি ও ১০ তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন। প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এই সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের দায়ের করা আবেদনে বলা হয়, শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা গেছে, তারা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছেন।

আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্পত্তির মালিকানা পরিবর্তন বা হস্তান্তর রোধে জব্দের আদেশ দিয়েছেন। দুদকের আবেদনে বলা হয়েছিল, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সম্পত্তি জব্দ করা প্রয়োজন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top