আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হরিনাকুল গ্রামে বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত বাইতুল আমান জামে মসজিদের শুভ উদ্বোধন ও প্রথম পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই ২০২৫) পবিত্র জুমার নামাজে ইমামতি করেন কুয়েত থেকে আগত সম্মানিত মেহমান শায়খ আহমদ হাসান আল গাল্লাফ। এ সময় দেশ-বিদেশের আলেমগণসহ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী, বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জামিয়া আবু বকর সিদ্দিক (রাঃ) আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
মসজিদের উদ্বোধন উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী দীর্ঘদিন থেকে বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে মসজিদ মাদরাসা, এতিমখানা ও ঘর নির্মাণ করে আসছে।