৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

১৭ বছর পর সাইফ পাওয়ার টেক ছাড়ছে এনসিটি, নৌবাহিনীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে টার্মিনাল

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা থেকে সোমবার (৭ জুলাই) থেকে সরে যাচ্ছে সাইফ পাওয়ার টেক। প্রতিষ্ঠানটি ১৭ বছর ধরে এই টার্মিনাল পরিচালনা করলেও চুক্তি শেষ হওয়ায় এখন থেকে এটি নৌবাহিনীর নিয়ন্ত্রণে যাচ্ছে। তবে সরাসরি নৌবাহিনী না নিয়ে তাদের অধীনস্থ প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের মাধ্যমে টার্মিনালটি পরিচালিত হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে সাইফ পাওয়ার টেক দায়িত্ব হস্তান্তর করবে এবং একই দিন থেকে ড্রাইডক টার্মিনাল পরিচালনা শুরু করবে। তিনি বলেন, “টেকনিক্যাল কারণে নৌবাহিনী সরাসরি দায়িত্ব নিতে পারছে না, তাই ড্রাইডকের মাধ্যমে তারা এটি পরিচালনা করবে।”

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন জানান, নৌবাহিনীকে দায়িত্ব হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এনসিটি ছাড়লেও প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড় ভূমিকা রাখে। ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে হ্যান্ডলিং হওয়া ৩২ লাখ টিইইউস কনটেইনারের ৪৪ শতাংশই শুধুমাত্র এনসিটি থেকে পরিচালিত হয়েছে। ২০০৭ সাল থেকে এই টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। এখন নৌবাহিনীর তত্ত্বাবধানে এটি পরিচালিত হবে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top