১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিএসএফকে ‘খুনি বাহিনী’ আখ্যা দিয়ে ভারত সরকারকে মর্যাদাপূর্ণ আচরণের আহ্বান নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্পর্কে কঠোর ভাষায় মন্তব্য করেছেন। বুধবার রাতে পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, “গত ২৫ বছরে বিএসএফ বাংলাদেশের ১২০০-এর বেশি মানুষকে হত্যা করেছে। এটি একটি মানবাধিকারবিরোধী বাহিনীতে পরিণত হয়েছে।”

নাহিদ ইসলাম ভারত সরকারকে উদ্দেশ্য করে বলেন, “বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার আচরণ করুন।” এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থা থেকে মুক্তির জন্য। বিচার সংস্কার ও সংবিধান সংশোধন না করলে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে।”

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সতর্ক করে বলেন, “২০০৭-এর ১/১১-এর মতো কোনো ষড়যন্ত্র যেন গণতান্ত্রিক উত্তরণে বাধা না হয়ে দাঁড়ায়।” তিনি বিচার ও সংবিধান সংস্কারের পরই নির্বাচনের পক্ষে মত দেন।

সমাবেশে ঝিনাইদহের তিন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এনসিপি নেতারা চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত এক কৃষকের পরিবারের সাথে সাক্ষাতের পর ঝিনাইদহে আসেন। হাজারো ছাত্র-জনতার অংশগ্রহণে পায়রা চত্বর থেকে অগ্নিবীণা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top