২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি:

খুলনার দৌলতপুর থানা এলাকায় যুবদলের বহিষ্কৃত সহ-সভাপতি মোল্লা মাহবুবুর রহমানকে প্রকাশ্য দিবালোকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাসার সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মাহবুব নিজ গাড়ি পরিষ্কার করছিলেন এমন সময় মোটরসাইকেলযোগে আগত তিন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হওয়ার পরও তাকে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী নিশ্চিত করেছেন, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

মাহবুবুর রহমান গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার সময় রামদা হাতে তার ছবি ভাইরাল হলে যুবদল থেকে বহিষ্কৃত হন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। এলাকাবাসী জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, যার জেরে আগেও কয়েকবার তার ওপর হামলা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী দ্বন্দ্বকে এই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে। ওসি মীর আতাহার আলী জানান, হত্যাকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। এই ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে মাহবুবুর রহমান এলাকায় বেপরোয়া আচরণ করছিলেন বলে অভিযোগ রয়েছে। তার এই হত্যাকাণ্ড স্থানীয় অপরাধ প্রবণতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top