নিজস্ব প্রতিনিধি:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নেপালগামী ফ্লাইট উড্ডয়নের মাত্র কয়েক মিনিট আগে বোমার উড়ো সংবাদে জরুরি ভিত্তিতে থামানো হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে, যখন বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, বিকেল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমানে বোমা থাকার তথ্য পাওয়ার পরই জরুরি ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল, এভসেক টাস্ক ফোর্স এবং র্যাবের বিশেষ দল বিমানের ভেতর ও লাগেজ বগি তল্লাশি করে, তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাফিকুর রহমান নিশ্চিত করেছেন যে সব যাত্রী নিরাপদে আছেন এবং তল্লাশি শেষে দ্রুতই বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করবে। এই ধরনের উড়ো সংবাদে বিমান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটলেও নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।