নিজস্ব প্রতিনিধি:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি গ্রহণে অনিচ্ছুক বলে মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করা হয়, সরকারও এমন কোনো উপাধি দেওয়ার কোনো পরিকল্পনা করছে না।
একদিন আগে হাইকোর্ট ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করলে সরকারের পক্ষ থেকে এ স্পষ্টীকরণ আসে। প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, “আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে রুলের জবাব দেবে। তবে ড. ইউনূস নিজে এমন উপাধি নিতে ইচ্ছুক নন বলেই আমাদের জানা।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রিট পিটিশনটি সম্ভবত আবেদনকারীর ব্যক্তিগত উদ্যোগে দায়ের করা হয়েছে, যার ভিত্তি স্পষ্ট নয়। গতকাল হাইকোর্টের রুলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা এবং ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার বিষয়টি উত্থাপিত হয়েছিল।