২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জ হামলার দায়ীদের বিচার হবেই: অন্তর্বর্তী সরকারের কঠোর বিবৃতি

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “এই বর্বরতার জন্য দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই – ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”

বিবৃতিতে গোপালগঞ্জের ঘটনাকে “নিন্দনীয় ও অমার্জনীয়” আখ্যা দিয়ে উল্লেখ করা হয়, “এক বছর আগের বিপ্লবী আন্দোলনের শান্তিপূর্ণ বার্ষিকী পালন করতে আসা তরুণ নাগরিক, পুলিশ ও সাংবাদিকদের ওপর এই হামলা মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল।” নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলার অভিযোগ উল্লেখ করে বিবৃতিতে দায়ীদের দ্রুত শনাক্ত ও কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপ এবং হুমকি উপেক্ষা করে সমাবেশ চালিয়ে যাওয়া ছাত্রদের সাহসিকতার প্রশংসা করে বিবৃতিতে আরও বলা হয়, “আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি – বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এমন সহিংসতা বরদাশত করা হবে না। ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের সাংবিধানিক দায়িত্ব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top