১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘জুলাই যোদ্ধাদের নাম বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর’: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিনিধি:

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জুলাই আন্দোলনের বীরদের নাম ইতিহাসে উচ্চারিত হবে।” শুক্রবার (১৮ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ জুলাই আন্দোলনকে “বাংলাদেশের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ” আখ্যায়িত করে বলেন, “এই আন্দোলন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ছিল একটি নতুন রাষ্ট্রকাঠামো নির্মাণের স্বপ্ন।” তিনি জুলাই যোদ্ধাদের স্মরণ করে বলেন, “যেমন আজকের এই ম্যারাথনে অংশগ্রহণকারীদের কোনো বিশেষ প্রশিক্ষণ ছিল না, তেমনি জুলাইয়ের লড়াকুরাও প্রশিক্ষণ ছাড়াই অস্ত্রের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছিল।”

সাত শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই ম্যারাথনে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং আহত মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আসিফ মাহমুদ তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “জুলাই-আগস্টের স্বপ্ন বাস্তবায়ন একটি ম্যারাথনের মতো দীর্ঘ পথ। সময় যতই লাগুক, দেশপ্রেম ও সংগ্রামের শক্তিতে আমরা সেই লক্ষ্য অর্জন করবই।”

আয়োজনজুড়ে ‘জুলাই চেতনা’কে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপদেষ্টা জোর দিয়ে বলেন, “এই আন্দোলনের অসম্পূর্ণ কাজ শেষ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।” অনুষ্ঠানে শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা ও তরুণদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top