নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে নিহতদের স্বজনরা লাশ গ্রহণ করায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির ময়নাতদন্ত করা হচ্ছে। বাকি নিহতদের ক্ষেত্রেও যদি ময়নাতদন্তের প্রয়োজন হয়, তাহলে কবর থেকে লাশ তুলে তা সম্পন্ন করা হবে।” তিনি আরও জানান, এ ঘটনায় প্রশাসনের কোনো দায়িত্বজ্ঞানহীনতা বা অবহেলা ছিল কি না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।
এদিকে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ইমিগ্রেশন বিভাগের জনবল চাহিদা সম্পর্কে তথ্য নেন। তবে টার্মিনাল চালুর সুনির্দিষ্ট সময়সূচি সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে আমার কাছে এখনো কোনো তথ্য নেই।”
গত কয়েকদিন ধরে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। নিহতদের পরিবারের দাবি অনুযায়ী লাশ হস্তান্তর করা হলেও ময়নাতদন্ত না হওয়ায় ঘটনার সঠিক তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণার পর এখন দেখা যাক, আদৌ ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয় কি না।