২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

নিজস্ব প্রতিনিধি:

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ২৫ জনই ১২ বছরের কম বয়সী শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৮ জন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি জানান, এ পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে। তবে বেশ কয়েকজন রোগীর অবস্থা এখনো সংকটাপন্ন। বিশেষ করে শিশুদের অবস্থা বেশি উদ্বেগজনক, যাদের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই দুর্ঘটনায় ব্যাপক হতাহতের খবর নিশ্চিত করে। এদিকে, বার্ন ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা চলাকালে উপচেপড়া ভিড় ও বিশৃঙ্খলা রোধ করতে সেনাবাহিনী এখন থেকে প্রতিষ্ঠানটিতে কঠোর নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top