২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করাই তার প্রধান লক্ষ্য। তবে তিনি স্বীকার করেন যে, এই চ্যালেঞ্জিং কাজটি একার পক্ষে সম্ভব নয়। এ জন্য তিনি দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, “জীবনের শেষ প্রান্তে এসে আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই। দেশের জন্য একটি মহৎ কাজ করে যেতে চাই।”

তিনি তার দীর্ঘ সরকারি চাকরিজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, “বিভিন্ন দায়িত্ব পালন করেছি, কিন্তু বর্তমানে যে গুরুদায়িত্ব বহন করছি তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

এ সময় তিনি ঢাকায় সংঘটিত সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য উপস্থিত সকলের দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলেও অংশগ্রহণ করেন তিনি।

এ অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top