২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

আরও চার পুলিশ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

নিজস্ব প্রতিনিধি:

সরকার বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আরও চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকার মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশের মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকার এ কে এম নাহিদুল ইসলাম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তারা সকলেই বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এটি সরকারের সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীতে গৃহীত ব্যাপক পুনর্বিন্যাসের অংশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি অ্যান্টি টেরোরিজম ইউনিটের মো. নিশারুল আরিফসহ চার ডিআইজিকে একইভাবে অবসরে পাঠানো হয়েছিল। এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলামসহ তিন অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠানো হয়।

সরকারি সূত্রমতে, এই পুনর্বিন্যাস শুধু পুলিশ বাহিনীতেই সীমাবদ্ধ নয়। ইতিমধ্যে সচিব, উপ-সচিব, জেলা প্রশাসক, বিচারক, পুলিশ সুপার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এসব পদক্ষেপ প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top