৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশন (ইসি) প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানান, নির্বাচন পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সিইসি বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।”

গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। তিনি বলেছিলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হয়।”

প্রধান উপদেষ্টা আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “এবার আমরা চাই প্রবাসী ভোটাররাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শুরু করা হয়েছে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে যে ঘোষিত সময়সীমার মধ্যেই তারা সব প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top