১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

বিগত তিন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বিবরণ চেয়েছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশন (ইসি) ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কমিশনার এবং সকল জেলা প্রশাসকের কাছে বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে। গত সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে। এজন্য নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী প্রতিটি ম্যাজিস্ট্রেটের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তথ্য দ্রুত পাঠানোর অনুরোধ করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এর আগে পিবিআইয়ের অনুরোধে একই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, এসব তথ্য নির্বাচন সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রমকে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচনী কর্মকর্তাদের তথ্য সংগ্রহের এ প্রক্রিয়াকে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছ থেকে দ্রুততম সময়ে এসব তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে ইসি সূত্রে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top