নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ব্যস্ত ঈদগাহ মার্কেট এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, তুহিন স্থানীয় একটি বিবাদে ভিডিও ধারণ করছিলেন, যা দেখে ক্ষিপ্ত হয়ে ৬-৭ জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি নিকটবর্তী একটি চা-দোকানে আশ্রয় নিলে আক্রমণকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে, গলায় ও পিঠে নির্মমভাবে কোপায়। গলার কিছু অংশ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, বাদশা মিয়া নামে এক ব্যক্তি গোলাপি নামের এক নারীর সাথে বিবাদে জড়ান। দুর্বৃত্তরা নারীর পক্ষ নিয়ে বাদশা মিয়াকে আক্রমণ করতে গেলে তুহিন তা ভিডিও করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা সাংবাদিককে লক্ষ্যবস্তু বানায়।
নিহত তুহিন গাজীপুরের চান্দনায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। তার ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা যায়, তিনি স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করতেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান জানান, মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিত্তিতে খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুততম সময়ে খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে। তারা বলছে, সাংবাদিকতার দায়িত্ব পালনকালে এই হত্যাকাণ্ড মিডিয়া স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তুহিন প্রায়ই এলাকার অবৈধ চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী প্রতিবেদন করতেন, যা এ হত্যাকাণ্ডের পেছনে কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।